Americké akcie se v pondělí obchodovaly výrazně níže, když investoři vyhodnocovali dopad celních plánů prezidenta Donalda Trumpa a posuzovali jeho jízlivé výroky na adresu předsedy Federálního rezervního systému Jeroma Powella.
Do 16:51 SELČ se benchmark S&P 500 propadl o 119 bodů, tedy o 2,3 %, technologický Nasdaq Composite ztratil 437 bodů, tedy 2,7 %, a blue-chip Dow Jones Industrial Average ustoupil o 851 bodů, tedy o 2,2 %.
Hlavní indexy na Wall Street byly v pátek zavřené, zatímco na některých trzích, včetně velké části Evropy, byly na Velikonoční pondělí prázdniny, což znamená, že likvidita byla poměrně nízká.
„[Je velmi pravděpodobné, že 2. duben byl pro cla vrcholem a plně očekáváme, že probíhající jednání přinesou „dohody“, které sníží celní zátěž,“ uvedli analytici společnosti Vital Knowledge s odkazem na datum, kdy Trump odhalil svá rozsáhlá reciproční cla jak na přátele, tak na nepřátele.
বৃহস্পতিবার উল্লেখযোগ্য সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে, তাই সারা দিনজুড়ে এই প্রতিবেদনগুলোর ফলাফল ফরেক্স মার্কেটে মূল্যের মুভমেন্টে ধারাবাহিকভাবে প্রভাব ফেলবে। তবে, এই প্রভাব খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যকলাপ সূচক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সূচক নয়। তাছাড়া, এসব প্রতিবেদনের ক্ষেত্রে মূল বিষয় হলো প্রকৃত ফলাফল এবং পূর্বাভাসের অনুপাত। যদি বিচ্যুতি খুবই কম হয় বা একেবারেই না থাকে, তাহলে মার্কেটে প্রতিক্রিয়াও দেখা যাবে না। আজ ট্রেডাররা প্রকাশিত প্রতিবেদনের ফলাফলের প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারেন, তবে তা প্রতিবেদনগুলোর গুরুত্বের কারণে নয়, বরং এ সপ্তাহে আর কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত না হওয়ার কারণে। যুক্তরাষ্ট্র আজ বেকারভাতা আবেদনের সংখ্যা এবং নতুন বাড়ি বিক্রয় সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হবে, যেগুলোর গুরুত্ব ব্যবসায়িক কার্যকলাপ সূচকের চেয়েও কম।
বৃহস্পতিবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি রাফায়েল বস্টিকের ভাষণ উল্লেখযোগ্য। মনে করিয়ে দেওয়া যাচ্ছে যে মার্কেটের ট্রেডাররা সেপ্টেম্বর মাসে ফেডের মূল সুদের হার কমানোর প্রত্যাশাই করছে। তবে, ট্রেডাররা সম্ভবত আগামীকাল জ্যাকসন হোলে জেরোম পাওয়েলের ভাষণ শোনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুতরাং, বস্টিকের মন্তব্য আজ খুব বেশি গুরুত্ব পাবে না বলেই ধারণা করা হচ্ছে।
ট্রেডারদের জন্য এখনো বাণিজ্য যুদ্ধই মূল আলোচনার কেন্দ্রবিন্দু। যেহেতু এটির প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই মার্কেটে মধ্যমেয়াদে ডলার কেনার জন্য কোনো ভিত্তিও নেই। পূর্বের মতোই, মার্কিন মুদ্রা কেবল স্থানীয় টেকনিক্যাল বিষয় বা পৃথক কোনো ইভেন্ট/প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্বল্প মাত্রার দর বৃদ্ধির সম্ভাবনা ওপর নির্ভর করতে পারে, কিন্তু এর বাইরে ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নেই।
এ সপ্তাহের চতুর্থ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্য যেকোনো দিকেই মুভমেন্ট প্রদর্শন করতে পারে, কারণ আজও মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট দুর্বল থাকবে। ইউরোর মূল্য 1.1655–1.1666 এরিয়া ব্রেক করার পর মন্থর নিম্নমুখী প্রবণতা অব্যাহত রাখতে পারে, অন্যদিকে ব্রিটিশ পাউন্ড 1.3466–1.3475 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।
সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।