সোমবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্য সম্প্রতি পরিলক্ষিত ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত রাখার প্রচেষ্টা দেখা গিয়েছিল, তবে সার্বিকভাবে এই পেয়ারের মূল্য উর্ধ্বমুখী হওয়ার তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে সাইডওয়েজ রেঞ্জে মুভমেন্ট প্রদর্শন করেছে। এটি খুব একটা আশ্চর্যজনক বিষয় নয়, কারণ সোমবার নতুন করে ট্রেডারদের জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি। অবশ্য "শাটডাউন" শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে "গুরুত্বপূর্ণ" হিসেবে ধরা যেতে পারে; তবে মনে রাখতে হবে, "শাটডাউন" এখনও শেষ হয়নি এবং যা আলোচনার পর্যায়ে রয়েছে তা হলো ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে একটি সাময়িক সমঝোতা এবং মার্কিন সরকার ও এর বিভিন্ন পরিষেবার জন্য অস্থায়ী অর্থায়ন। আগামী বছরেই, যদি ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা ডিসেম্বরে মেডিকেইড নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও নতুন করে "শাটডাউন"-এর সম্মুখীন হতে পারে। এমনকি যদি এই সপ্তাহেই "শাটডাউন" শেষ হয়, তবুও আমরা ডলারের দর বৃদ্ধির প্রত্যাশা করছি না, কারণ বিগত দেড় মাসে কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই ডলারের মূল্য অনেকটাই বেড়েছে। তাই, ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে আমরা ট্রেন্ড লাইনের ব্রেক, প্রবণতা ঊর্ধ্বমুখী হওয়া এবং এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত থাকার জন্য অপেক্ষা করছি।

৫-মিনিটের টাইমফ্রেমে সোমবার কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিনজুড়ে এই পেয়ারের মূল্য গুরুত্বপূর্ণ কোনো লেভেল বা এরিয়ার কাছাকাছি যায়নি। তাই, নতুন ট্রেডারদের জন্য কোনো ট্রেড ওপেন করার জন্য উপযুক্ত কোনো ভিত্তি ছিল না — যদি না তারা আগের শুক্রবার থেকে ওপেন করা লং পজিশন হোল্ড করে থাকেন।
ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে, বর্তমানে GBP/USD পেয়ারের মূল্যের একটি নতুন নিম্নমুখী প্রবণতার গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং গত দেড় মাসে প্রায় যেকোনো কারণেই ব্রিটিশ পাউন্ডের দরপতন হয়েছে। আমরা আগেই উল্লেখ করেছি, দীর্ঘমেয়াদে ডলারের মূল্যের স্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে কোনো বৈশ্বিক বা দৃঢ় কোনো মৌলিক কারণ নেই, সুতরাং মধ্যমেয়াদে আমরা কেবল এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টেরই প্রত্যাশা করছি। তথাপি, দীর্ঘমেয়াদে এই পেয়ারের মূল্যের ফ্ল্যাট রেঞ্জে অবস্থান করার প্রবণতা বা কারেকশন এখনো এই পেয়ারের মূল্যকে নিম্নমুখী করে চলেছে, যা সামষ্টিক ও মৌলিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে অযৌক্তিক।
মঙ্গলবার, নতুন ট্রেডারদের 1.3203-1.3211 এবং 1.3096-1.3107 রেঞ্জে নতুন ট্রেডিং সিগন্যাল খোঁজা উচিত। যদি শুক্রবার থেকে নেওয়া লং পজিশন এখনো ওপেন থাকে, তবে সেই পজিশনগুলো ভালো মুনাফায় ক্লোজ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য বিবেচনাযোগ্য গুরুত্বপূর্ণ লেভেলগুলো হলো 1.2913, 1.2980-1.2993, 1.3043, 1.3096-1.3107, 1.3203-1.3211, 1.3259, 1.3329-1.3331, 1.3413-1.3421, 1.3466-1.3475, 1.3529-1.3543, এবং 1.3574-1.3590। মঙ্গলবার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা নেই, তাই দৈনিক মুভমেন্ট কিছুটা নীরস বা মন্থর হতে পারে। ব্রিটিশ কারেন্সির মূল্য নতুন করে ঊর্ধ্বমুখী হলে সেটি নির্দেশ করবে যে, ডলারের মূল্যের অযৌক্তিক ঊর্ধ্বমুখী প্রবণতা সমাপ্তির পথে রয়েছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।