টানা ছয় দিন ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শনের পর EUR/JPY কারেন্সি পেয়ারের বর্তমানে কনসোলিডেশন হচ্ছে। এই মুহূর্তে এই পেয়ারের স্পট মূল্য 180.00-এর সাইকোলজিক্যাল লেভেলের সামান্য নিচে রয়েছে এবং জাপানি ইয়েনের চলমান বিয়ারিশ প্রবণতার প্রেক্ষিতে আরও ঊর্ধ্বমুখী হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সপ্তাহের শুরুতে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ব্যাংক অফ জাপানকে আরও ঘনিষ্ঠভাবে আর্থিক নীতিমালা সমন্বয় করার জন্য আহ্বান জানান এবং নিম্ন সুদের হার বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। এই পদক্ষেপ ব্যাংক অফ জাপানের ভবিষ্যতে নীতিমালা কঠোর করার পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে—যা ইয়েনের দরপতনের অন্যতম প্রধান একটি কারণ এবং EUR/JPY কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মূল কারণ।
অন্যদিকে, ইউরো শক্তিশালী সহায়টা পাচ্ছে এই প্রত্যাশা থেকে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সুদের হার কমানোর চক্র শেষ করবে। অর্থনীতিবিদরা মনে করছেন, ইসিবি চলতি বছর সুদের হার অপরিবর্তিত রাখবে এবং আগামী বছরের আগে এটি সমন্বয়ের কোনো পরিকল্পনা করছে না। এই মনোভাব EUR/JPY পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে ও সাপ্তাহিক ভিত্তিতেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে সহায়তা করছে এবং 180.00 লেভেল ব্রেক করে মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করছে।
আজ টেকনিক্যাল ভিত্তিতে ট্রেডিং সুযোগের জন্য বিনিয়োগকারীদের ইউরোজোনের তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রতিবেদনের দিকে লক্ষ্য রাখা উচিত।
টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখা যায়, দৈনিক চার্টের অসিলেটরগুলো পজিটিভ সিগন্যাল দিচ্ছে, তবে এটি ওভারবট লেভেলের কাছাকাছি চলে এসেছে, যা ইঙ্গিত করছে যে 180.00-এর রাউন্ড লেভেল ব্রেক করার পরবর্তী প্রচেষ্টার আগে কিছুটা কনসোলিডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে।