বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Akcie Deckers se propadly kvůli slabému výhledu a zpomalujícímu růstu Hoka

Akcie společnosti Deckers Outdoor Corporation (NYSE:DECK) v pátek prudce klesly poté, co firma vydala slabší výhled na aktuální čtvrtletí, i přes lepší než očekávané výsledky za Q4.

Výrobce obuvi značek UGG a HOKA oznámil očištěný zisk 1,00 USD na akcii (odhad 0,59 USD). Tržby činily 1,02 miliardy USD, lehce nad očekáváním 1,01 miliardy USD a meziročně +6,5 %.

Značka Hoka rostla o 10 % (odhad 14,3 %), UGG o 3,6 % (odhad pokles o 4,9 %).

Výhled na Q1 fiskálního roku 2026 ale investory zklamal. Firma očekává zisk 0,62–0,67 USD na akcii (odhad 0,79 USD) a tržby 890–910 milionů USD (odhad 925,3 milionu).

Akcie v premarketu klesly o více než 17 %.

Analytici Evercore snížili doporučení na „In Line“ s odůvodněním, že růst značek HOKA a UGG zpomaluje.

KeyBanc Capital Markets snížil hodnocení na „Sector Perform“ kvůli obavám z možného poklesu poptávky v důsledku vyšších cen a posunu směrem k velkoobchodnímu prodeji.

২২ ডিসেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ
01:09 2025-12-22 UTC--5

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

সোমবার খুব কম সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হলো যুক্তরাজ্যের তৃতীয় প্রান্তিকের চূড়ান্ত জিডিপি প্রতিবেদন। যদিও এই প্রতিবেদনটিকে স্বল্প গুরুত্বসম্পন্ন হিসেবে বিবেচনা করা যায় না, তবুও আমরা এটির ফলাফলের প্রভাবে মার্কেটে কোনো শক্তিশালী প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি না। ট্রেডাররা ইতোমধ্যে আগের দুইটি অনুমানের হাতে পেয়েছে, এবং তৃতীয় অনুমানটি সেগুলো থেকে খুব একটা ভিন্ন হবে বলে প্রত্যাশিত নয়।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

analytics6947a6a84e4df.jpg

সোমবার ইউরোজোন ও যুক্তরাষ্ট্রের ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী কার্যত তেমন কিছুই নেই। কোনো ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত নেই। সামগ্রিকভাবে এখন মার্কেটের ট্রেডাররা শুধুমাত্র ফেডারেল রিজার্ভের দিকেই দৃষ্টিপাত করছে। ফেডের সর্বশেষ বৈঠকটি সদ্য অনুষ্ঠিত হয়েছে, এবং তারপর থেকেই যুক্তরাষ্ট্রে শ্রমবাজার, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে—যেগুলো ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নির্ধারণে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তবে, এখন পর্যন্ত আমরা জেরোম পাওয়েল বা ফেডের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে নতুন কোনো দৃষ্টিভঙ্গি পাইনি। আগের কথার পুনরাবৃত্তি হিসেবে বলা যায়, সোমবার ফেডের কর্মকর্তাদের কোনো বক্তব্য বা ভাষণ নির্ধারিত নেই। নববর্ষের পূর্বক্ষণে অনেকেই ছুটিতে চলে যাচ্ছেন।

উপসংহার:

সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে—EUR/USD এবং GBP/USD উভয় কারেন্সি পেয়ারের মূল্যেরই স্বল্প মাত্রার অস্থিরতা এবং প্রধানত সাইডওয়েজ রেঞ্জভিত্তিক ট্রেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত 1.1745–1.1754 এরিয়ার কাছাকাছি EUR/USD পেয়ারের ট্রেডিং অব্যাহত থাকবে, এবং ওই এরিয়ার মধ্যেই নতুন ট্রেডিং সিগনালপাওয়া যেতে পারে। গত সাত দিন ধরে GBP/USD পেয়ারের মূল্য ফ্ল্যাট রেঞ্জের মধ্যে রয়েছে, তাই কেবল 1.3319–1.3446 রেঞ্জের সীমানা থেকেই ট্রেডিং করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2025 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।