স্বর্ণের দর নতুন সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, যার পেছনে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও হ্রাসের প্রত্যাশা ভূমিকা রেখেছে। মূল্যবান ধাতু স্বর্ণের দাম ১.৫% এরও বেশি বেড়েছে এবং চলতি বছরের অক্টোবর মাসে স্থাপিত আউন্স প্রতি $4,413-এর পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
গত সপ্তাহে প্রকাশিত একাধিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল দেখার পর ট্রেডাররা আবারও বাজি ধরছেন যে, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ দুইবার সুদের হার কমাবে। সাধারণভাবে, সুদের হার কমালে মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি পায়।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর দৃঢ় চাহিদা স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রবণতাকে আরও সহায়তা করছে—বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে। বিশ্বব্যাপী জাতীয় মুদ্রার অবমূল্যায়ন এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে আশঙ্কার মধ্যে অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ বহুমুখীকরণে মনোযোগী হয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে ভূ-রাজনৈতিক উত্তেজনার ব্যাপক বৃদ্ধি স্বর্ণ ও রূপাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে অতিরিক্ত আকর্ষণীয় করে তুলেছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর তেল অবরোধ আরও জোরদার করেছে, যার ফলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে; অপরদিকে, ইউক্রেন প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
এই প্রেক্ষাপটে, মূল্যবান ধাতুগুলোর মূল্যের এই উল্লেখযোগ্য বার্ষিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বিস্ময়কর কিছু নয়। ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী বাণিজ্য সংস্কারের আগ্রাসী প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার উপর তাঁর সরাসরি হুমকিগুলো এই বছর মূল্যবান ধাতু স্বর্ণের মূল্য বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।
প্লাটিনামের মূল্য পরপর অষ্টম সেশনে বৃদ্ধি পেয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মতো $2,000-এর লেভেল অতিক্রম করেছে। চলতি বছরে প্লাটিনামের মূল্য প্রায় ১২৫% বৃদ্ধি পেয়েছে এবং রূপার দরও দ্রুতগতিতে বাড়ছে।

যদি বর্তমান টেকনিক্যাল চিত্র বিবেচনা করা হয়, তাহলে স্বর্ণের ক্রেতাদের প্রথম লক্ষ্য হবে এটির মূল্যকে $4,432-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করানো। এই লেভেল অতিক্রম করলে স্বর্ণের মূল্য $4,481-এর লক্ষ্যমাত্রার দিকে এগোতে পারবে, যদিও এই লেভেলের উপরে ওঠা বেশ কঠিন হবে। দীর্ঘমেয়াদি সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে $4,531-এর আশপাশের এরিয়া বিবেচিত হচ্ছে। যদি স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়, তাহলে মূল্য $4,372 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে। এতে সফল হলে এই রেঞ্জের ব্রেকআউটের মাধ্যমে বুলিশ পজিশনে বড়সড় ধাক্কা আসতে পারে এবং স্বর্ণের দরপতন হয়ে প্রথমে $4,304 এবং পরবর্তীতে মূল্য $4,249 লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে।