গত শুক্রবার মার্কিন ইকুইটি সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে ট্রেডিং সেশন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.65% বৃদ্ধি পেয়েছে, নাসডাক 100 সূচক 0.41% বৃদ্ধি পেয়েছে, আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.88% বৃদ্ধি পেয়েছে।
তবে সপ্তাহের শুরুতেই, অর্থাৎ সোমবারের ট্রেডিংয়ের শুরুতে, মার্কিন এবং ইউরোপের ইকুইটি সূচকের ফিউচার পুনরায় দরপতনের সম্মুখীন হয়েছে।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে শুরু হওয়া একটি অপরাধ তদন্ত কার্যক্রম মার্কেটে উদ্বেগ সৃষ্টি করেছে—বিশেষ করে ফেডের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে। যদি রাজনৈতিক চাপ এবং ফৌজদারি বিচারের হুমকি-সংক্রান্ত অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে ফেডের উপর আস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তারা শুধুমাত্র অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে—এই ধারণাটি প্রশ্নবিদ্ধ হতে পারে। সপ্তাহান্তে জানা যায়, মার্কিন বিচার বিভাগ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।
এরই মাঝে, ডোনাল্ড ট্রাম্প—যিনি এই তদন্তে তাঁর হস্তক্ষেপ থাকার অভিযোগ অস্বীকার করেছেন—নানাভাবে সমালোচনা করেছেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন। ট্রাম্প বারবার মন্তব্য করেছেন যে মার্কিন সুদের হার অতিমাত্রায় বেশি রয়েছে, যা ফেডের উপর বাড়তি চাপ তৈরি করছে এবং ফেডের প্রধান নির্বাচনের আগে হোয়াইট হাউজের মুদ্রানীতি প্রভাবিত করতে চাইছে—এমন ইঙ্গিত দিচ্ছে।
বর্তমানে বিনিয়োগকারীরা এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণভাবে নজর রাখছে। যদি তদন্তের মাত্রা বৃদ্ধি পায়, তাহলে এটি ফিন্যান্সিয়াল মার্কেটে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। এই প্রেক্ষাপটে, বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই নিরাপদ বিনিয়োগের প্রতি ঝুঁকবে—যেমন স্বর্ণ এবং মার্কিন সরকারি বন্ড—যা মার্কিন ডলারের মূল্যের নিম্নমুখী প্রবণতা সৃষ্টি করতে পারে।
যদি জেরোম পাওয়েলের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে পরিস্থিতি একটি গুরুতর সাংবিধানিক সংকটে পরিণত হতে পারে। এতে করে মার্কিন সমাজে বিভক্তি আরও গভীর হতে পারে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর আস্থাও দুর্বল হয়ে পড়তে পারে।
এই পটভূমিতে, স্বর্ণ এবং রুপার মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, অন্যদিকে ডলার সূচক তীব্র দরপতনের সম্মুখীন হয়। নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন সরকারী বন্ডের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে এবং এর ফলে বন্ডের লভ্যাংশ হ্রাস পেয়েছে।

মার্কেটের অন্যান্য খাতে, ভেনেজুয়েলা এবং ইরানের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করতে থাকা বিনিয়োগকারীদের কারণে অপরিশোধিত তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
S&P 500 সূচকের টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী আজ বুলিশ ট্রেডারদের জন্য প্রধান লক্ষ্য হচ্ছে সূচকটির $6,930-এর রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করানো। যদি সূচকটির দর এই লেভেল সফলভাবে অতিক্রম করে, তাহলে পরবর্তীতে আরেকটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে এবং সূচকটির মূল্যের $6,946 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাবে। একইভাবে, সূচকটির দর $6,961 লেভেলের উপরে ধরে রাখাও ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে—যা তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। অন্যদিকে, যদি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পায় ও সূচকটির মূল্য নিম্নমুখী হয়, তাহলে মূল্য $6,914 লেভেলে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয়তা প্রদর্শন করতে হবে। যদি এই লেভেল ব্রেক করে সূচকটির দর নিম্নমুখী হয়, তাহলে দ্রুত সূচকটির দর $6,896-এ নেমে যেতে পারে এবং তারপরে $6,883 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।