স্বর্ণের মূল্য বাড়ছে এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় দিনের মতো আউন্স প্রতি $5,000 লেভেলের উপরে অবস্থান করেছে। মার্কিন ডলারের দুর্বলতার মধ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি ও সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার বিষয়টি মূল্যবান ধাতুর চলমান মূল্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত মার্কিন ও ইউরোপের সরকারি বন্ডের প্রতি আস্থা হ্রাস স্বর্ণকে মূলধন সুরক্ষার বিকল্প উপায় হিসেবে আকর্ষণীয় করে তুলেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, গত দুই বছরে স্বর্ণের দর দ্বিগুণেরও বেশি বেড়েছে—এটি মার্কেটে আতংকের নির্দেশক হিসেবে মূল্যবান ধাতুর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে।
1979 সালের পর বার্ষিক ভিত্তিতে সবচেয়ে বেশি বৃদ্ধির পর স্বর্ণের দর ইতোমধ্যে এই বছরে 17% বেড়েছে, যা মূলত তথাকথিত ডিপ্রেসিয়েশন ট্রেডিংয়ের কারণে, যেখানে বিনিয়োগকারীরা মুদ্রা ও ট্রেজারি বন্ড থেকে সরিয়ে নেয়। জাপানের বন্ড মার্কেটে ব্যাপক বিক্রির প্রবণতা বড় সরকারি বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতার সাম্প্রতিক উদাহরণ।ইউরোপীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমুন্ডি এসএ-এর তথ্য অনুযায়ী, আমেরিকা অন্য দেশগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক বিনিয়োগকারী ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ কমিয়ে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। আমুন্ডি উল্লেখ করেছে, "দীর্ঘ মেয়াদে, কারেন্সি ও বন্ডের দরপতনের বিরুদ্ধে স্বর্ণের বেশ কার্যকর একটি সুরক্ষার মাধ্যম এবং ক্রয়ক্ষমতা সংরক্ষণের একটি ভাল উপায়।" অনেক বিনিয়োগকারী ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখছেন, কারণ ফেডের পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেই বিষয়টি এখনও অনিশ্চিত। ফেডের চেয়ারম্যান নমনীয় অবস্থান গ্রহণ করলে সুদের হার আরও হ্রাস করা হবে এমন প্রত্যাশা মজবুত হবে, যা সুদ না দেয় এমন মূল্যবান ধাতুগুলোর উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এই বুধবার সুদের হার হ্রাসের পদক্ষেপে বিরতি নেবে। কয়েক মাস ধরেই ফেডের ভেতরে সৃষ্ট মতবিরোধের পর শ্রমবাজারের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ফেড সদস্যগণ মতৈক্যে পৌঁছাতে পারেন।

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $5,137 লেভেল ব্রেক করাতে হবে। এর ফলে স্বর্ণের মূল্যের $5,223-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $5,317 এরিয়া নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে, মূল্য $5,051-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই লেভেল ব্রেকআউট করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $4,975 পর্যন্ত নেমে যেতে পারে, সেইসাথে $4,893 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।